বহুল প্রচারিত অনলাইন প্রোর্টাল দ্বীপ্তমান বাংলাদেশ পএিকায় ষ্টাফ রিপোর্টর হিসাবে দায়িত্ব পেলেন সিনিয়র সাংবাদিক বরিশাল জেলার কাজীরহাট এলাকার আঃ মজিদ রাড়ীর কৃতিসন্তান মোঃ রাসেল কবির। সাংবাদিকতা পেশায় সুনাম অর্জন করছেন। সাংবাদিকতার পথ চলা ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ”প্রিয় ভাষী” পএিকা দিয়ে। সুনামের সহিত ধীরে ধীরে অনেক পএিকায় কাজ করেন। বর্তমানে অনলাই ও প্রিট পএিকায় কাজ করেন। বরিশাল থেকে প্রকাশিত প্রিন্ট পএিকা দৈনিক সময়ের বার্তা ষ্টাফ রিপোর্টার, অনলাইন প্রোর্টাল দ্বীপ্তমান বাংলাদেশ পএিকা বরিশাল বিভাগীয় ষ্টাফ রিপোর্টার, বরিশাল বাণী কাজীরহাট প্রতিনিধি, দেশ চ্যানেল আই,পি,টিভি কাজীরহাট প্রতিনিধি হিসাবে কর্মরত। সাংবাদিক সংগঠনের সাথে জড়িত মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টাস ইউনিটির সদস্য ও কাজীরহাট থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক। সাংবাদিক পেশায় তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল ও সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষনের সনদ প্রাপ্ত। অনলাইন দ্বীপ্তমান বাংলাদেশ পএিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল মোমিন, সময়ের বার্তার মোঃ লোকমান হোসাইন, বরিশাল বাণীর মামুন অর-রশিদ, দেশ চ্যানেল আই,পি,টিভি মোঃ তুহিন হোসেন কে অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলার সাংবাদিক মহল। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, মুলাদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সুমন রাড়ী, মুলাদী রিপোর্টস ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন, কাজীরহাট প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহআলম, হিজলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাংবাদিক মনির হোসেন আনন্দ টিভি হিজলা প্রতিনিধি, এশিয়া টিভির হিজলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মিলন সহ কর্মরত সাংবাদিক বৃন্দ।
মন্তব্য করুন