ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার এবং জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসুচির অংশ হিসেবে ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখা এই কর্মসুচির আয়োজন করে।
স্মারকলিপি গ্রহণ করেন নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ মাহবুব উর রহমান ভুইয়া।
এর আগে কলেজ ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদুৎ।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারী সরকারী কলেজে অধ্যক্ষ স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্য করুন