ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন করে বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ডক্টর হাফেজ মো: খায়রুল আনাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে, হিফযুল কোরআন প্রতিযোগিতা নতুন প্রজন্মের ইসলামী মুল্যবোধ, নৈতিকতা উন্নয়নে ও কোরআনের আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নীলফামারী জেলার ছয়টি উপজেলার ৫৪ জন বিজয়ী হাফেজ অংশ গ্রহণ করেন। জেলা পর্যায়ে ০৯ জন বিজয়ী হাফেজের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
মন্তব্য করুন