বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকারী একেএম মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় সন্তুষ্ট ও আনন্দিত জেলা যুবদল ও ১৩ উপজেলার যুবদলের নেতাকর্মীরাসহ বিএনপির নেতাকর্মীরা। ৬ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার দুপুরে জেলরোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় হতে বিকেল ৪টায় একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের লিলিমোড়, বাহাদুর বাজার, সদর হাসপাতাল মোড়, মুন্সিপাড়া, মালদাহপট্টি, চারুবাবুর মোড় ও মর্ডাণ মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ।
উক্ত আনন্দ র্যালীতে অংশগ্রহন করেন, জেলা বিএনপির সাময়িক স্থগিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি ও রংপুর বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহিদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম, ফরিজার রহমান তপুসহ ১৩ উপজেলা যুবদল নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ র্যালী শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার জেল, জুলুম, হুলিয়া করেও যুবদলকে রাজপথ থেকে সরাতে পারেনি। জেল-জুলুম সহ্য করে দিনাজপুর যুবদল রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলমান রেখেছিল। দিনাজপুর জেলা যুবদল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলবে।
মন্তব্য করুন