জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ডিস্ট্রিক আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের ওপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। খবর বিবিসি
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তা বাতিলের আদেশ দেন।
এ নিয়ে বিতর্ক দেখা দিলে ট্রাম্পের নির্বাহী আদেশ কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক ১৪ দিনের জন্য স্থগিত করেন। এবার তার মেয়াদ শেষ হওয়ার আগেই একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত।
স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক দেবোরাহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১২৫ বছরের পুরানো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং আড়াইশো বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন পাঁচ গর্ভবতী নারী ও দুটি অভিবাসী-অধিকার গ্রুপ।
বিচারক দেবোরাহ বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।
এদিকে ট্রাম্পের এই নীতি বন্ধে ডেমেক্রেটের ২২ জন অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করছেন। তারা জানিয়েছেন, যদি ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হয় তাহলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের মধ্যে ১ লাখ ৫০ হাজার শিশু নাগরিকত্ব হারাবেন।
মন্তব্য করুন