আইন শৃংঙ্খলা বাহিনী নজরধারী অবনতি। এমনটাই এলাকাবাসীর মুখে প্রচার পাচ্ছে। হাট বাজারে চায়ের দোকানে সমালেচনায় দাড়িয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। জানাগেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন এলাকায় রাতের আধারে সিধেঁল চুরির ঘটনা অব্যহত রয়েছে। গ্রামবাসীদের চোখে ঘুম নেই আতংকে রাত কাটে। ঘটনার বিবরনে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে যে কোন সময় কাজীরহাট বাজার সন্নিকটে কাজী বাড়ীতে সিধেঁল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মোঃ দিলু কাজী সূএে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে দরজা বন্ধ করে নিন্দ্রায় যায়। ভোরে ঘুম ভেঙ্গে যায় দেখতে পায় দরজা খেলা ২ টি সিধঁ কাটা। চোর চক্র ঘর থেকে ৩ টি মোবাইল ফোন নদগ টাকা ও র্স্বন নিয়ে যায়। একই বাড়ির লালন কাজীর ঘরের জানালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে ১টি মোবাইল ফোন নিয়ে গেছে। পাশের ঘর মোবারক হোসেন কাজীর বসত ঘরে সিধঁ কাটার চেষ্টা করে। উল্লেখ্য গত ৭ দিন পূর্বে একই গ্রামের নাসির খাঁন বাড়িতে চুরির ঘটনায় স্বর্ন অলংকার ও নগদ টাকা নিয়ে গেছে। ঐ রাতেই চরন্তোষপুর গ্রামের ২ বাড়িতে টুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। ঘটনায় কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স কাজী বাড়ী ঘটনা স্থল পরিদর্শন করেন। স্থাণীয়রা জানায়, যে ভাবে এলাকায় চুরির হিড়িক বেড়েই চলছে চোর চক্রের দৌরাত্ব বন্ধ করতে হলে প্রশাসনের জনবল ও কঠোর দায়িত্ব পালনের মাধ্যমে চুরি ঠোকানো সম্ভব বলে মন্ত্য করেন।
মন্তব্য করুন