নীলফামারী সদরে সরকার পাড়া যুব সংঘের উদ্যোগে যুব কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সদরের ভোবানীগন্জ সরকার পাড়া যুব সংঘের উদ্যোগে-যুব কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪রে ফেব্রুয়ারি) রাত ৮.০০ ঘটিকার সময় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
উক্ত খেলায় মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নীলফামারী জেলা শাখার সদস্য এবং শিক্ষানবীশ আইনজীবী সাংবাদিক মোঃ আব্দুস সালাম। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন,মোঃ মতিউর রহমান, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম এবং সহ-সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন সাদ্দাম। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ সহ স্হানীয় নেতৃবৃন্দ।
উক্ত খেলায় পরস্পর পরস্পরের প্রতি যে দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করেন রানীর বন্দর যুব ক্লাব বনাম ভোবানীগন্জ যুব সংঘ। দুটি দলই দর্শককে চমৎকার খেলা উপহার দিয়েছেন। উভয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ভোবানীগন্জকে ১-০ গোলে হারিয়ে রানীর বন্দর বিজয় লাভ করেন। তবে ফাইনাল খেলা কবে অনুষ্টিত হবে জানা যায় নাই।
মন্তব্য করুন