নীলফামারীতে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গনঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
নীলফামারীতে বিগত সরকারের গুম,খুন, গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন গনঅধিকার পরিষদের নীলফামারী জেলা নেতৃবৃন্দ। বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করেন। এসময় উপস্থিত বক্তারা বলেন জুলাই -আগষ্টের বিপ্লবের সময় আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনী বৈধ দাবী আদায়কারীদের উপর গুলি বর্ষন ও গণহত্যা চালিয়েছিল। নব্য স্বাধীনের পর ভুক্তভোগী মামলা দায়ের করলেও এখনও আসামীরা ধরা ছোয়ার বাইরে, কেন গ্রেফতার করা হচ্ছে না এমন দাবী তুলেছেন নেতৃবৃন্দ। পরিশেষে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান, সেখানেই সংক্ষিপ্ত আলোচনা শেষে বিক্ষোভ কর্মসুচির সমাপ্তি করেন।
মন্তব্য করুন