খানসামায় দূর্সম্পর্কের ভাতিজীর সাথে প্রেম করে বিয়ের জেরে বেধড়ক মারপিটে আহত জামাই। খানসামায় একই এলাকায় দূর্সম্পর্কের ভাতিজীর সাথে প্রেম করে বিয়ে করে চাচা।
ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুরের খানসামা উপজেলায় ৩নং আঙ্গার পাড়া ইউনিয়নের আঙ্গার পাড়া(গুরিপাড়া) ২ংওয়ার্ডের মোঃ সাফিউল ইসলামের ছেলে মোঃ জুয়েল ইসলাম (২৪) তার নিজ পাড়াপ্রতিবেশী ভাতিজী মোছাঃখাদিজা বেগম (১৬) কে দির্ঘদিন প্রেম করে বিয়ে করেন। তাদের এই বিয়েকে মেয়ে পক্ষের কেউ ভালো ভাবে মেনে নিত না। জুয়েল ইসলাম তার নিজ বাড়ীতে বর্তমানে বউকে নিয়ে বসবাস করেন এবং খাদিজা বেগম ৪ মাসের গর্ভবতী।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধা ৭টার সময় জুয়েল ইসলাম বাড়ীর পাশে রাস্তায় গেলে ৫ জন ছেলে তাকে আক্রমণ করে এবং রড,দা,লাঠি দিয়ে বেধরক মারপিট করে। একপর্যায়ে এক পায়ে দা এর কোপ পড়ে জুয়েল জীবন বাঁচানোর চেষ্টায় দৌড়ে বাড়ীতে ডুকে পরলে সবাই পালিয়ে জান। পরে জুয়েল ইসলামের বাড়ীর লোকজন পকেরহাট, খানসামা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে জান বর্তমানে জুয়েল চিকিৎসারত আছেন।
জুয়েল ইসলাম বলেন,আমার চাচা শুশুর এর ছেলে দুজন ও তার সাথে আর তিনজন আমাকে মারছে কেন মারলো জানিনা। জুয়েল এর বাড়ীর লোকজন বলেন গোপনে ভাতিজী সাথে প্রেম ও দুবার পালিয়ে জান তারা এতপর বিয়ে করে সংসার করতেছেন এটা মেয়ে পক্ষের লোকজন সহজ ভাবে মানত না সেজন্য তারা জুয়েল কে মারপিট করল। জুয়েল ইসলামের শুশুর বলেন শুনলাম আমার ভাই মেম্বরের ছেলে মারছে কেন মারছে জানিনা আমিও মারতে বলিনাই আমাকেও তারা মারতে চায়।
জুয়েল ইসলামের চাচা শুশুর বাবলু (তবীর)মেম্বর বলেন আমার ছেলেরা মারেনি তারা ঔদিন বাজার করতে ঢেলাপি গেছেন। এবিষয়ে খানসামা থানায় অফিসার ইনচার্জ (ওসি) বরাবর, অভিযোগ দায়ের করেছেন জুয়েল ইসলামে পিতা সাফিউল ইসলাম। খানসামা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন