বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী থানার ৪নং ওয়ার্ডের দক্ষিন-পূর্ব কাজীরচর নয়া ভাংঙ্গলী নদীর তীরে যুককের লাশ উদ্ধার করছে মুলাদী থানা পুলিশ। স্থাণীয় সূএে জানাগেছে, মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪ ঘটিকায় নদীর তীরে যুবকের লাশ দেখে মুলাদী থানা পুলিশ কে সংবাদ দিলে ঘটনা স্থলে মুলাদী থানা পুলিশ অফিসার্স ইনর্চাজ মোঃ জহিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে আসেন। পুলিশ সূএে জানাগেছে, যুবকের বয়স আনুমানিক বয়স ৩৫ কালো রং ফুল শার্ট ও প্যান্ট পড়নে। ডান হাতের মুঠো হলুদ রং টর্চ লাইট, পকেটে ৬,৫০০/ টাকা, ১টি মোবাইল ফোন পাওয়া গেছে। পুলিশ মোবাইল ফোন নিয়ে ডায়াল প্যাড থেকে ১টি নম্বরে ফোন করলে রিসিভ করেন কাজীরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের আলাউদ্দিন সিকদারের ছোট ছেলে। পুলিশ জিঞ্জাসা বাদের জন্য ডাকলে ঘটনা স্থলে গিয়ে ছোট ভাই সনাক্ত করেন তার বড় ভাই বিপ্লব সিকদারের লাশ। লাশ মুলাদী থানা পুলিশ নিয়ে যায় শেরই-বাংলা মেডিকেল হাসপাতলে মর্গে প্রেরন করা হবে বলে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।
মন্তব্য করুন