নীলফামারীর জলঢাকায় কবুলিয়তপ্রাপ্ত সরকারি জমি দখলের নামে ট্রলি লাগিয়ে বালু উত্তোলন করার অভিযোগ করেছে এক ভূক্তভোগী। ঘটনাটি উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আদর্শগ্রামে। সরেজমিনে মঙ্গলবার গিয়ে জানা গেছে, ওই এলাকার মৃত ছকর উদ্দিনের ছেলে তমিজার রহমানের নামে ১৯৯০ সালে ১ একর ৮ শতক জমি কবুলিয়তপ্রাপ্ত করে দেন সরকার। এমতাবস্থায় উক্ত জমিতে তমিজার রহমান বাস্তভিটার পাশাপাশি চাষাবাদ শুরু করেন। একপর্যায় তিনি অর্থাভাবে পড়লে পার্শ্ববর্তী তার চাচাতো ভাইকে ১২ হাজার টাকার বিনিময়ে ১৪ শতক জমি ফেরত নেওয়ার শর্তে চাষাবাদ করতে দেন। এভাবে কেটে যায় প্রায় অনেক বছর। ভুক্তভোগী সেই জমি এখন ফেরত নেওয়ার জন্য চাচাতো ভাইয়ের স্ত্রী-সন্তানদের কাছে ১২ হাজার টাকা দিয়ে নিজ জমি ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায় এবং নিজের মনে করে ট্রলি লাগিয়ে বালু উত্তোলন করে বিক্রির কার্যক্রম অব্যাহত রাখে। বালু উত্তোলনে জমির মালিক বাঁধা দিতে গেলে চাচাতো ভাই প্রয়াত তহিদুল ইসলাম ওরফে বুদ্ধির স্ত্রী মালেকা বেগম, বড় ছেলে বাবু, ছোট ছেলে শামীম অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করে। ভুক্তভোগী নিরুপায় হয়ে বিষয়টি গতকাল উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন তাৎক্ষণিক ওই ইউনিয়নের তহশীলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে বালু উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা করতে বলেন। এ ব্যাপারে ভুক্তভোগী বিভিন্ন দপ্তরে জমিটি উদ্ধারে লিখিত অভিযোগ করেছেন।
মন্তব্য করুন