নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৩ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী ব্যবস্থাপনায় ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নীলফামারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ নীলফামারী ও রানার-আপ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়। জেলা প্রশাসক ও আহবায়ক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুল হাসেম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী।
মন্তব্য করুন