নীলফামারী জলঢাকায় মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরূল হাসানের অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইয়েদার রহমান এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, মাধ্যমিক প্রধান শিক্ষক সাধারন সম্পাদক রোকোনুজ্জামান চৌধুরী, জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, টেংগনমারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান প্রমূখ। বিদায় বেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার আবূ তাহের মোঃ কামরুল হাসানের নানা গুনকৃতন বর্নণা করেন মঞ্চে উপস্থিত বক্তরা। তারা শুভকামনা জানিয়ে দীর্ঘআয়ু কামনা করেন। উল্লেখ্য তিনি এই উপজেলায় প্রায় আট মাসের মত কর্মজীবন চালিয়ে অবসর গ্রহণ করলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবদুল্লাহ।
মন্তব্য করুন