” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে ইউএনপও জায়িদ ইমরুল মোজক্কিন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছার রহমান মাস্টার, জামায়াতের সাবেক আমীর সাদের হোসেন, জামায়াতের নায়বে আমীর কারুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, ক্রীড়া সংস্হার সদস্য আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মানিক হোসেন, নুরুজ্জামান জামান প্রমূখ। উপজেলার পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন মাদক মুক্ত সমাজ গড়তে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন। এখনকার ছেলেরা খেলার প্রতি আর্কষণ হারিয়ে ফেলেছে। তাই তাদেরকে ক্রীড়া মুখি করতে হবে। উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ গুলমুন্ডা একাদশে দুই।
মন্তব্য করুন