নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল মনোনিত আল ফারুক আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আল মাসুদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে বিরতি হীনভাবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত নয়টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এ্যাডভোকেট আবু আহম্মেদ জাকি।
সভাপতি পদে আল ফারুক আব্দুল লতিফ তিনি পেয়েছেন ৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু মো. সোয়েম। তিনি জেলা জজ আদালতের সরকারী কৌশুলী (জিপি) এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পেয়েছেন ৮৩ ভোট। এই পদে তিন প্রার্থীর মধ্যে অপর প্রার্থী আব্দুল লতিফ সরকার পেয়েছেন ৩১ ভোট।
সাধারণ সম্পাদক পদে আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা জজ আদালতের পিপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মো. কামরুজ্জামান শাসন। তিনি পেয়েছেন ৬৬ ভোট।
সহ-সভাপতি আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আশরাফুল লতিফ কিবরিয়া পেয়েছেন ৮১ ভোট। ১৩০ ভোট পেয়ে বিএনপি সমর্থিত হাসনে ইমাম সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৭৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিটিউটর বিএনপি সমর্থিত গোলাম মোস্তফা সজীব। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত মো. সেলিম শাহ্ পেয়েছেন ৯১ ভোট।
কোষাধ্যক্ষ পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর বিএনপি সমর্থিত আসাদুজ্জামান খান রিনো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আআওয়ামীলীগ সমর্থিত ফারুক হোসেন সরকার পেয়েছেন ১০৫ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে ল’ ইয়ার্স কাউন্সির মনোনিত আনিছুর রহমান আজাদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত আলপনা রানী রায় রেখা। তিনি পেয়েছেন ৮৪ ভোট। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মো. হুজুর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামীলীগ সমর্থিত হৃদয় চন্দ্র শর্মা। তিনি ভোট পেয়েছেন ৮২টি। এছাড়াও সদস্য পদে নির্বাচত হয়েছেন, এ্যাড. মোঃ শাহীনুর ইসলাম, এ্যাড. মোঃ আরমানুজ্জামান সরকার, এ্যাড. বাবু সুজয় চন্দ্র রায়, এ্যাড. মোঃ আবু সুফিয়ান, এ্যাড. মোঃ আফতাবুজজামান বিপ্লব, এ্যাড. মোঃ মুজাহিদ ইসলাম শাহ, এ্যাড. মোঃ জুলফিকার আলী ভুট্টু, এ্যাড. মোঃ শাখাওয়াত সিরাজ বাবু, এ্যাড. মোঃ খালেকুজ্জামান স্নিগ্ধ, এ্যাড. এ. বি. এম. জিকরুল হক বরকত।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নীলফামারী আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ আবু আহমেদ নুরুল জাকী।
উল্লেখ্য, নীলফামারী আইনজীবী সমিতির ২২১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২১৬জন।
মন্তব্য করুন