নীলফামারী ইয়ুথ ফোরামের আয়োজনে প্রাঃ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন ভিএসও বাংলাদেশ।
১ই ফেব্রুয়ারি ২০২৫ ইয়ূথ ফোরাম নীলফামারী জেলা কমিটির আয়োজনে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় নীলফামারী ও উত্তর হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী, ইটাখোলা কমিউনিটি ক্লিনিক ডেভেলপমেন্ট উদ্দেশ্যে সরেজমিনে পরিদর্শন শেষে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন
মোঃ শফিকুর রহমান প্রজেক্ট ম্যানেজার ভিএসও বাংলাদেশ, মোঃ মশিউর রহমান স্বাস্থ্য কর্মকর্তা ভিএসও বাংলাদেশ, মোঃ জামাল হোসেন সাধারন সম্পাদক জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি, মোঃ গোলাম সারোয়ার প্রধান শিক্ষক শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ মুরাদ আলি প্রধান শিক্ষক উত্তর হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ ইসমাইল হোসেন ছাত্র প্রতিনিধি, মোঃ আব্দুল জব্বার সভাপতি ইয়ূথ ফোরাম নীলফামারী জেলা শাখা, মো: মারুফ খান সাধারণ সম্পাদক ইয়ূথ ফোরাম নীলফামারী জেলা শাখা। এছাড়াও বিভিন্ন উপজেলার সভাপতি সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন