বরিশালের কাজীরহাটে প্রায় ৪৫ বছর যাবৎ পড়ে আছে সমাজ কল্যান সরকারী ভবন। নদ নদী খালে জর্জারিত মেহেন্দিগঞ্জ উপজেলা। মেহেন্দিগঞ্জ থেকে পশ্চিমে কাজীরহাট থানা যোগাযোগের মাধ্যম নদী পথে ট্রলার যোগে সময় ৩ ঘন্টা অতিক্রম করে মেহেন্দিগঞ্জে পৌছাতে হয়। কাজীরহাট বাসী কষ্ট সাধ্য করে উপজেলায় যেতে হয় হতদরিদ্র,নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ সহ সকল লোকজন প্রয়োজনী কাজের উদ্দ্যেশে। সংশ্লিষ্ট সূএে জানাগেছে,সাধারনত কষ্টের কথা বিবেচনা করে ১৯৮০ সালে কাজীরহাট পশ্চিম পাড়ের জনগোষ্টির বিবেচনায় সমাজ কল্যান ভবন নির্মান স্থাপনের বাজেট হয়। ১৯৮৩ সালে লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামের কাজীরহাট বাজারের পিছনে খালের ওপারে সমাজ কল্যান ভবন নির্মানের কাজ চলে ৩ টি রুম করা হলেও উপরে ছাদ দেওয়া হয়নী ১৯৮৪ সালে কাজ বন্ধ হয়ে যায়। সরজমিনে দেখাগেছে ভবনের ভিতরে পরগাছ, কলাগাছ ময়লা আবর্জনায় ভরে গেছে। কাজীরহাট বাসী সমাজ কল্যানের সকল সুবিধা থেকে আশ্বাষেই পেয়ে বলে এমনটাই মন্ত্য করেন এলাকাবাসী। এ বিষয় লতা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আ কথা হলে তিনি জানায়, অক্ষরিত অবস্থায় কয়েক যুগ পর্যন্ত এভাবে পড়ে আছে বিষয়টি উর্দ্ভতন কর্তৃপক্ষের নিকট জানাবো। মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজ কল্যান অফিসের মোঃ বাবুল হাওলাদারের মুঠো ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে।
মন্তব্য করুন