রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের প্রায় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠন।
শনিবার বিকেলে উপজেলার তফসিডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে তফসিডাঙ্গা নূরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: মাসুদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের উপদেষ্টা জোবায়ের আলম, সহসভাপতি আরিফ হোসেন, কোষাধক্ষ লুৎফর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আবু হোরাইয়া, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
তফসিডাঙ্গা হিলফুল ফুজুল যুব সংগঠনের উপদেষ্টা জোবায়ের আলম, এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ শতাধিক অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন