রংপুরে বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পর্যটন মোটেল সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়।
ন্যাশনাল ইয়ুথ ফোরামের আয়োজনে, ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সার্বিক সহযোগিতায় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড প্রাদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, বিভাগীয় শিক্ষা পরিচালক প্রফেসর মোঃ আমির আলী, রংপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইয়ুথ ফোরাম রংপুর বিভাগের সভাপতি মোঃ জামাল হোসেন। ভিএসও বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের প্রজেক্টস ম্যানেজার মোঃ শফিকুর রহমান।
২০২৪ সালের রংপুর বিভাগের ৮ জেলার ৫ জন করে মোট ৪০ জন সেরা ভলান্টিয়ার্সকে সম্মানিত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নীলফামারী জেলার সেরা সেচ্ছাসেবক হিসাবে সেরা বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম,নীলফামারী জেলার সভাপতি মো:আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক বলেন,‘আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অতুলনীয়। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে তরুণদের উদ্যোগ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এ অগ্রযাত্রায় আমাদের প্রতিকূলতাও কম নয়। বেকারত্ব, মাদকাসক্তি, এবং সঠিক দিকনির্দেশনার অভাব-এসব চ্যালেঞ্জ যুবকদের সৃজনশীলতা এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। এসব প্রতিকূলতা দূর করতে হলে আমাদের যুবকদের আরও উদ্যোগী হতে হবে।’
ন্যাশনাল ইয়ুথ ফোরাম, নীলফামারী জেলার সভাপতি মো: আব্দুল জব্বার সেরা সেচ্ছাসেবক হিসাবে সেরা বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করার পর বলেন, আমার নৈতিকতার জায়গায় থেকে, চেতনা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছি। আজকের এই অর্জন আমাকে আরোও অনুপ্রাণিত করবে আগামীর দিনগুলোতে এগিয়ে যেতে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই সম্মাননা।
সকলের সহযোগিতা ও সমর্থনে, আগামীর দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যেতে চাই এবং তরুণদের নৈতিক মানুষ হিসেবে সহমর্মিতা চর্চা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ, ন্যাশনাল ইয়ুথ ফোরাম, নীলফামারী জেলার সভাপতি মো: আব্দুল জব্বার বিনামূল্যে নিরাপদ নলকূপ,পরিষ্কার পরিচ্ছন্নতা,বিনামূল্যে ছানি অপারেশন, খাদ্য বিতরণ,কম্বল বিতরণ, যুবসমাজের উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কৃষি, শিক্ষা,স্বাস্থ্যসহ তরুণদের নিয়ে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন