বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকার গর্ভে উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ও খানঁ বাড়ির সম্মুখে খালের উপর দৃষ্টি নান্দনিক ব্রিজ ৮ কোটি ৮০ লক্ষ টাকার বাজেটের কাজ প্রায় ৩ বছর অতিবাহীত হলেও কাজ চলছে ধীর গতিতে বলে স্থাণীয়দের অভিযোগ রয়েছে। সূএে জানাগেছে, ২০২২ সালে ঢালাই ব্রিজ ভেঙ্গে ফেলে পার্শ্ববর্তী স্থানে কাঠের ব্রিজ তৈরী করে যাতায়তের জন্য। ৩ বছরের মধ্যে দৃষ্টিনান্দনিক ব্রিজের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের মধ্যে দু”প্রান্তে ব্রিজের ২ স্প্রেন ও খালের মধ্যে ভিম ছাড়া কোন কাজ হয়নী বলে দেখা যায়। একাধিক সূএে জানায়, মাঝে মধ্যে কাজ চলে অদৃশ্য কারনে কাজ বন্ধ হয়ে যায়। এলাকার সুশীল সমাজের লোকজনদের মধ্যে চলেছে চাপা ক্ষোভ ব্রিজ সংক্রান্ত বিষয় লোবারদের কাছে অথবা ঠিকাদারের নিকট জানতে চাইলে চাদাঁ বাজী মামলার শিকার হতে হবে বলে। গুরুত্ব পূর্ন ব্রিজটি সকল ধরনে যানবহন চলাচলের মাধ্যম। এই ব্রিজ পার হয়ে ভাষানচর সহ একাধিক স্থানে এবং বরিশাল সদর পৌছানোর মাধ্যম।
মন্তব্য করুন