নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নীলফামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় ২৯শে জানুয়ারি ২০২৫ দুপুর ২টার সময় রামনগর ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ২০২৫ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী সদর উপজেলার আমীর মাওলানা আবু হানিফ শাহ্। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্ত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম মাস্টার।
মন্তব্য করুন