নীলফামারীতে জেলা পযার্য়ে আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৯শে জানুয়ারি ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা পযার্য়ে আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নীলফামারী সরকারী কলেজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সৈয়দ পুর সরকারি কলেজকে নীলফামারী সরকারি কলেজ ৪-০ গোলে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন