নীলফামারীতে তারুণ্য উৎসব উপলক্ষে ৩৬ জুলাই শহিদদের স্মরণে জেলা স্টেডিয়ামে বৃক্ষ রোপন করা হয়েছে।
২৮ জানুয়ারি ২০২৫ ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও বন বিভাগ নীলফামারী-এর উদ্যোগে, জেলা প্রশাসন নীলফামারী এর সার্বিক তত্ত্বাবধানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৩৬ জুলাই শহিদদের স্মরণে নীলফামারী-জেলা স্টেডিয়ামে বৃক্ষ রোপন কর্মসূচির আযোজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, সামাজিক বন বিভাগ নীলফামারী এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাসেম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময়ে জেলা প্রশাসক জনাব মোঃ নায়িরুজ্জামান বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নীলফামারী জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
মন্তব্য করুন