বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা ২ নং লতা ইউনিয়নের বার বার নির্বাচিত ও স্বর্ন পদক সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান নেহাল গত ২৭ শে জানুয়ারী রাজধানীর কল্যানপুর ইবনে-সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানাগেছে। পরিবার সূএে জানাগেছে, নিজ ভাড়া বাসায় হঠাৎ করে ষ্ট্রক করলে আত্বিয় স্বজনেরা দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সাবেক চেয়ারম্যানকে হাসপাতালে দেখতে যায় রাজনৈতিকবীদ মেহেন্দিগঞ্জ উপজেলা মিজানুর রহমান আরজু, জয়নগর ইউনিয়নের এ্যাডঃ সেকান্দার আলী জাফর গিয়ে শান্তনা দেয় পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে বলে আসস্থ জানায়। বর্তমানে আগের চেয়ে একটু সুস্থ আছে বলে ও জানাগেছে। তার পরিবার ও আতিœয় স্বজনেরা লতা ইউনিয়ন বাসীদের কাছে দোয় কামনা করেন সাবেক চেয়ারম্যানের জন্য। লতাবাসী সূএে জানাগেছে, সাবেক চেয়ারম্যান ছিল নম্র,ভদ্র মুখে ছিল হাসির ছাপ।
মন্তব্য করুন