৪ বছর যাবৎ ব্রিজটি ছোট খালের উপর দাড়িয়ে আছে। ব্রিজের মাঝ প্রান্তে ফুটো স্থাণীয়রা মনে করছে এই ব্রিজটি অভিবাবকহীন। এমন এক দৃশ্য সকলের চোখে পড়ে। প্রায় সময় দূর্ঘটনার ও শিকার হতে হচ্ছে। বরিশালের কাজীরহাট থানাধীন আসলী সন্তোষপুর গ্রামের কাজীরহাট বন্দর পশ্চিম প্রান্তে। ব্রিজ পার হলেই কাজীরহাট একতা ডিগ্রী কলেজ সকল শিক্ষার্থী এই ব্রিজের উপর দিয়ে কলেজে যেতে হয়। এছাড়া দৈনিক হাজারো লোকজনদের পারাপার। ব্রিজের উপর দিয়ে ছোট বড় সকল ধরনের যানবহন চলাচলের মাধ্যম। তবু সংস্কারের বিষয় কেউ কথা ভাবছেনা। স্থাণীয়রা ব্রিজের ফুটো স্থানে কাঠ দিয়ে আসা যাওয়ার ব্যবস্থা করলেও এলাকার কর্তা বাবুরা নিশ্চুপ রয়েছে। কাজীরহাট বন্দর থেকে এই ব্রিজ পার হয়ে ভিবিন্ন স্থানে যাওয়ার মাধ্যম রয়েছে। অচিরেই ব্রিজ সংস্কার না হলে ব্রিজ যে কোন মুর্হুতে বড় ধরনের দূর্ঘটনার শিকার হয়ে দাড়াবে। স্থাণীয়দের অভিযোগ রয়েছে উন্নয়নের নামে পকেট ভারী করেছে কর্তা বাবুরা। কর্তৃপক্ষের নিকট দৃষ্টি করছেন অতি দ্রুত ব্রিজ সংস্কার করা অতিব জরুরী বলে মনে করেন।
মন্তব্য করুন