বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে ২৫শে জানুয়ারী শনিবার দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় মোঃ রফিক কেরানী ছেলে মোঃ মহিবুল কেরানী (২৫) নিজ বসত ঘরের আড়ার সাথে ঝুলে গলায় রশি বেধে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। স্থাণীয় সূএে জানাগেছে, মহিবুল কেরানীর স্ত্রী প্রবাসে থাকে ৩ বছরের ১টি কন্যা সন্তান আছে। মহিবুলের মা বাড়ি থাকে না অনেক বছর আগেই স্থাণীয়দের নিকট থেকে টাকা নিয়ে এলাকা ছেড়ে আতœগোপনে আছে। মহিবুল একবার বিদ্যুতের তার মুঠো করে ধরে আতœহত্যার ঘটনা ঘটাতে চেয়েছিলও বলে জানায়। এ বিষয় রফিক কেরানী জানায়, সকালে আমার নিকট টাকা চেয়েছিল আমি টাকা দেইনী। দুপুরে বাড়ি এসে দেখি আমার বসত ঘর ভিতর থেকে আটকানো ঘরে কে বলে ডাকচিৎকার করলে সাড়া শব্দ নেই দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি আমার ছেলে আড়ার সাথে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। কাজীরহাট থানা পুলিশ কে সংবাদ দিলে ঘটনা স্থলে এস আই মোঃ মেহেদি হাসান সহ সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ কাজীরহাট থানায় নিয়ে আসে। কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানায়,আত্মহত্যাকারীর বাবা রফিক কেরানী কাজীরহাট থানায় এসে অপমৃত্যু মামলা ধায়ের করেন লাশ বরিশাল শেরই-বাংলা মেডিকেল ময়না তদন্তে পাঠনো হবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন