ক্রিকেট জগতে আর্বিভাব হলো সৈয়দপুর ফিউচার স্টার এলিভেন নামে একটি ক্রিকেট দলের। সৈয়দপুরের বিভিন্ন একাডেমীর উদীয়মান ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয় দলটি। দলটি গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য উদীয়মান ক্রিকেটারদের বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া।
এটি কোনো একাডেমি কিংবা ক্লাব নয় এটি খেলোয়ারদের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাবে বলে জানা যায়। সৈয়দপুরের নাম ও প্লেয়ারদের নাম যেনো সর্বত্র ছড়িয়ে যায় সেভাবে দলটি পরিকল্পনা করেছে। প্রথম ধাপে বিভিন্ন একাডেমীর ১৬ জন খেলোয়ারকে এই দলে যুক্ত করা হলেও পরবর্তী ধাপে আরও খেলোয়ারদের যুক্ত করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
আজ শুক্রবার রেড চিলি রেস্টুরেন্টে উক্ত টিমের পরিচয় পর্ব ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর ফিউচার স্টার এলিভেনের জার্সি স্পন্সর ও শাহাজাহান এ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারী সাইফুল, দলটির অধিনায়ক ইজহার আহমেদ রাজু ও টিম ম্যানেজার রাকিব হাসানসহ খেলোয়ারবৃন্দ।
অধিনায়ক ইজহার আহমেদ রাজু জানান, বিভিন্ন একাডেমীর কোচদের সাথে কথা বলে ১৬ জনকে এই দলে যুক্ত করি। সবেমাত্র আমাদের শুরু এটি সৈয়দপুরের প্রত্যকটি উদীয়মান ক্রিকেটার যারা নিয়মিত অনুশীলন করে,ভালো পারফরমেন্স করছে,ভবিষৎতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে এমন খেলোয়ারদের আমরা দলের সাথে যুক্ত করবো। আমরা বিভিন্ন টিমকে আমন্ত্রন করে বেশি বেশি চ্যারিটি ম্যাচ আয়োজন করা এবং বিভিন্ন জেলায় এই টিম নিয়ে খেলতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শাহাজাহান এ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারী সাইফুল জানান, এই দলটি সুন্দর একটি উদ্যােগ গ্রহন করেছে তাদের সাধুবাদ জানাই। এটি সঠিকভাবে বাস্তবায়ন হলে সৈয়দপুরের খেলোয়াররা অনেক উপকৃত হবে। সৈয়দপুরের পাশাপাশি নিজেদের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে পারবে। দলটির সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।
মন্তব্য করুন