বাঘকে গাধা বলল, ঘাসের রঙ নীল!
বাঘ বলল, না, ঘাসের রঙ সবুজ!
দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেল। দু’জনেই নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা, সিংহের দরবারে।
গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিল।
বাঘকে কথা বলার সুযোগই দিল না। শেষে গাধা বলল, মহারাজ, ঘাসের রঙ নীল। তাই নয় কি?
সিংহ বললেন, হ্যা, ঘাসের রঙ অবশ্যই নীল।
গাধা বলল, এই সত্যটা বাঘ মানতে নারাজ মহারাজ। ওকে উচিত শাস্তি দেয়া হােক।
রাজা ঘােষণা করলেন, বাঘকে এক বৎসরের কারাদণ্ড দেয়া হল।
গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে বলে বেড়াতে লাগল যে, তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে।
ওদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল- মহারাজ, ঘাসের রঙ তাে সবুজ, তাই নয় কি?
রাজা বললেন, হ্যা, ঘাসের রঙ সবুজ। বাঘ জানতে চাইল, তবে আমার কারাদণ্ডের আদেশ দিলেন কেন?
রাজা বললেন, ঘাসের রঙ নীল না সবুজ তা বলার জন্য তােমার শাস্তি হয়নি। তােমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে আমার মহামূল্য সময় নষ্ট করার জন্য। তােমার মতাে বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকীরা কী শিখবে?
মন্তব্য করুন