নীলফামারী পৌরসভার উদ্যোগে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৪শে জানুয়ারি ২০২৫ নীলফামারী শিল্পকলা একাডেমিতে বিকাল ৪ টার সময় নীলফামারী পৌরসভার উদ্যোগে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর সার্বিক সহযোগিতায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম। এছাড়াও এসময় নীলফামারী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন