নীলফামারী জেলা পরিষদ থেকে দুই কৃতি সন্তানকে নোটবুক ও মেডিকেল কলেজে ভর্তির সমুদয় ফি একজনকে ২৫ হাজার, অপরজনকে ২০হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, অসাধারণ দু’জন কৃতি শিক্ষার্থী চন্দন রায় ও স্বাধীন রায়, তাঁরা দু’জনেই অভাব-অনটনের সাথে যুদ্ধ করে পথের বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডোমার উপজেলার মির্জাগঞ্জের সন্তান চন্দন ভর্তি হবে রাজশাহী মেডিকেল কলেজে, জলঢাকা উপজেলার স্বাধীন ভর্তি হবে দিনাজপুর মেডিকেল কলেজে।
দু’জনের গল্পই একই রকম তারা দু’জনই লড়াকু সৈনিক,দারিদ্র্যের কাছে মাথা নত করেনি,স্বপ্নের পেছনে ছুটেছে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে। এ যেন’আমি পারবো, আমার পক্ষে সবকিছু সম্ভব’-এ আত্মবিশ্বাসকে পুঁজি করে লড়াই করে জিতে যাওয়ার মতন গল্প আর এ গল্পের মডেল হচ্ছে আমাদের চন্দন ও স্বাধীন। চন্দন ও স্বাধীনরা আমাদের অনুপ্রেরণা, আমাদের হারিয়ে যাওয়া সাহস ও শক্তির উদাহরণ। আমাদের নীলফামারীর সকল সন্তান কঠোর পরিশ্রম ও প্রবল আত্মবিশ্বাসকে পুঁজি করে সাফল্য, সমৃদ্ধি ও সার্থকতার দিকে এগিয়ে যাক এই আমাদের একটিই চাওয়া।
মন্তব্য করুন