নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ হারিসুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আবুল হাসেম, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শেফাউল জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
উদ্বোধনী খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ,নীলফামারী।
মন্তব্য করুন