নীলফামারীর ডিমলায় স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উত্তরের জেলা নীলফামারীর ডিমলার রামডাঙ্গা আমতলী বাজারে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় দরিদ্ররা। একারণে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠন বাংলাদেশ।
২৪শে জানুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ১০ টার সময় নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙ্গা আমতলী বাজারে ৫০ শীতার্তদের মাঝে স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠন বাংলাদেশ কম্বল বিতরণ করে।
এ-সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা সামাজিক সংগঠন বাংলাদেশের উপদেষ্টা মোঃ ওয়াহিদুল ইসলাম, মোঃ নুরুল আমিন, সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সদস্য মোঃ মনির, মোঃ লাজিম ইসলাম, মোঃ ইমরান ইসলাম, মোঃ নুর আমিন ইসলাম, স্বপ্ন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। প্রচণ্ড শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
মন্তব্য করুন