বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ২নং লতা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনৈতিক দলের ৭ নেতা কর্মী সহ অঞ্জত ৪০/৪৫ জনের বিরুদ্ধে ধায়ের করা মামলা বেকসুর খালাস পেয়েছেন। মামলার বাদী কাজীরহাট থানা এস আই প্রদীপ চন্দ্র রায়। গত ১৩ জানুয়ারী ২০২৫ বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার এজাহার সূএে জানাগেছে, কাজীরহাট থানা এস আই প্রদীপ চন্দ্র রায়, এস আই মোঃ শেখ ফরিদ, এস আই মোঃ আলম, এ এস আই প্রসীত ভৌমিক, এ এস আই মোঃ মামুন হোসেন সহ সঙ্গীয় ফোর্স তুলাতলী বিশেষ অভিযানে গেলে গোপন সংবাদে জানতে পায়। চর সোনাপুর গ্রামের বাচ্চু তালুকদার বাড়ির সামনে কাজীরহাট হতে মুলাদী পাকা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেয়। ঘটনা স্থলে পুলিশ গেলে সকল আসামীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনায় কাজীরহাট থানায় সাধারন ডায়রী করেন এস আই প্রদীপ চন্দ্র রায় বাদী হয়ে যাহার নং ১৯০ তাং ৫/১১/২৩।আসামী মোঃ হুমায়ন কবির খান সাংগঠনিক সম্পাদক শ্রমিক দল লতা ইউনিয়ন, মোঃ গিয়াস উদ্দিন সিকদার পশ্চিম রতনপুর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি, মোঃ আতাউর রহমান পিন্টু ৫ নং ওয়ার্ড সভাপতি স্বেচ্ছাসেবক দল লতা মোঃ হুমায়ন কবির শাহিন সভাপতি বিএনপি লতা মোঃ বজলু হাওলাদার সাংগঠনিক সম্পাদক বিএনপি লতা, মোঃ আবুল কালাম শরীফ সহ সভাপতি বিএনপি লতা, প্রফেসর আঃ জব্বার স্বেচ্ছাসেবক দল নেতা লতা। গত ৫/১১/২৩ সালে নামধারী আসামী সহ ৪০/৪৫ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিলে দল বেধে তাদের ডাকা দেশব্যাপী একটানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচী পালন উপলক্ষে নৈরাজ্য জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতংক সৃষ্টি রাস্তা চলাচলের যানবহনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য পাকা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও আন্তর্ঘাতমূলক কর্মকান্ড করার অপরাধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে ও নাশকতা মূলক কর্মকান্ডে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সনের ১৫(৩)/২৫ডি ধারা। তৎসহ ককটেল বোমা বিস্ফোরক দ্রব্য প্রস্তুত ও নিজেদের দখলে রেখে বিস্ফোরক উপাদানাবলী আইনে ১৯০৮ এর ৪/৫ ধারার অপরাধে। মামলায় হুমায়ন কবির খান,গিয়াস উদ্দিন সিকদার, আতাউর রহমান পিল্টু কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। ৭৫ দিন পর জামিন দেয় আদালত পরবর্তিতে প্রেফেসর আঃ জব্বার কে গ্রেফতার করে ১২ দিন পর জামিন দেয়। ৩ আসামী হাই কোট থেকে জামিন নেয়। বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত বিচার তিনি মিথ্যে বানোয়াট ও ষড়যন্ত্র মূলক মামলা ও আসামীদের বিরুদ্ধে কোন অপরাধ সংগঠিত প্রমানিত না পাওয়ায় বেকসুর খালাস দিয়েছেন।
মন্তব্য করুন