নীলফামারীতে গণ অধিকার পরিষদের কচুকাটা ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
দীর্ঘ পর্যালোচনা শেষে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন গণ অধিকার পরিষদ (জিওপি) এর ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সদর উপজেলা কমিটি। গত মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি নাজমুদ্দৌলা ঈমন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন স্বাক্ষরিত পত্রে আগামী তিন মাসের জন্য গণঅধিকার পরিষদের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মোঃ রতন ইসলাম কে আহবায়ক এবং মোঃ আব্দুস ছাত্তার সদস্য সচিব যুগ্ম আহ্ববায়ক মোঃ মোঃ জাহাঙ্গীর আলম মোঃ রেজিদুল ইসলাম মমিদুল ইসলাম আব্দুর রাজ্জাক হোসেন যুগ্ন সদস্য সচিব, আলামিন ইসলাম জাহাঙ্গীর আলম (ডাক্তার) ছায়েম ইসলাম আল-আমিন ইসলাম (২)বাহাদুর ইসলাম মোসফিকুর ইসলাম। আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পুর্নাঙ্গ সদস্য তালিকা নীলফামারী সদর উপজেলা দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নাজমুদ্দৌলা ইমন সাধারণ সম্পাদক মিলন হোসেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আসিকুর জামান আসিক সহ-সাধারণ সম্পাদক আসিকুর জামান দপ্তর সম্পাদ মমিন ইসলাম,অর্থ সম্পাদক কামরুজ্জামান ও প্রচার প্রকাশনা সম্পাদক ইমরান উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় ০৭ নং কচুকাটা ইউনিয়ন গণ অধিকার পরিষদের পক্ষে ইউনিয়ন আহ্বায়ক রতন ইসলাম বলেন, আমরা অনেকদিন ধরেই সাংগঠনিক কর্মতৎপরতা চালাচ্ছি। আমাদের একের পর এক সফল কার্যক্রম পর্যালোচনা শেষে সদর উপজেলা কমিটি এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা চাই।
মন্তব্য করুন