উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। সূর্যের দেখা মিললেও বইছে হিমেল বাতাস। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। রাতের হিমশীতল বাতাসের কারণে দিনাজপুর সদর উপজেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। দুই-তিন দিন থেকে ঘন কুয়াশা পড়ছে। রাতে বেড়েছে শীতের প্রকোপ ও ঠান্ডা হাওয়া। ২২ জানুয়ারী বুধবার সকাল থেকেই দিনভর সূর্যের দেখা মিলেনি। দিনভর সূর্যের দেখা না মেলায় এবং দিনভর হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় অনুভূত হয় কনকনে শীত। একাধিক গরম কাপড় গায়ে দিয়েও শীত নিবারণ করতে হিমশিম খেতে হয় নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া অসহায় মানুষের।
২২ জানুয়ারী বুধবার দিনাজপুর শহরের গণেশতলা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে প্রতিবছরের মতো এবারও নিম্ন আয়ের শীতার্ত সাড়ে পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি মোঃ আবদুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মাসুদুল ইসলাম মাসুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ব্যাংকের এসএ ভিপি ও ম্যানেজার অপারেশন মোঃ রুস্তম আলী, ক্রেডিট ইনচার্জ লিটন কুমার দাস প্রমুখ।
মন্তব্য করুন