বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের পল্লী চরাঞ্চলে পরিবার পানি বন্ধি রয়েছে বছরে ৯ মাসেই পানি বন্ধি বলে স্থানীয়রা জানিয়েছে। জানা গেছে কাজীরহাট থানা ১৫ নং জয়নগর ইউনিয়ন চরাঞ্চল নিয়ে গঠিত। জয়নগর ইউনিয়নের চারপাশে নদী ইউনিয়নের মধ্যে অসংখ্য ছোট বড় ডোবা, নালা, খাল রয়েছে। চরাঞ্চলবাসী আতংকে থাকে পূর্নিমা ও আমাবশ্যা অথবা জোয়ারের পানি এলেই হু হু করে পানি উঠে এছাড়া মাঝে মধ্যে বন্যার পানি যোগ হয়ে চরবাসীদের ক্ষতি করে দিয়ে যায় পুরোটাই। জয়নগরের হাড়িয়া-গোসাইদিয়া, কসবা, চুনারচর গ্রামবাসী জানায়, পানি এলেই লক্ষ লক্ষ টাকার ক্ষতি সহ অনেক কাঁচা ঘর বাড়ি ও পুকুরের মাছ সহ আর্থিক লোকসানের মুখে পড়ে অনেক পরিবার নিঃশ্ব হওয়ার বাস্তবতা রয়েছে। চুনারচর গ্রাম বাসী বলেন আমরা নদী ভাঙ্গুনী পরিবার সহায় সম্ভল তেমন ভালো না অন্য দিকে জোয়ারের পানি উঠে বাকি টুকু সম্ভল কেড়ে নিয়ে যায়। সাইক্লোন শেল্টার এলাকার খেটে খাওয়া হত দরিদ্ররা জানায়, চরবাসীরা বছরে ৩ মাস ভালে থাকতে পারে তা সন্দেহ কখন জানি বন্যার পানি অথবা জোয়ের পানি চলে আসে। এ,রহমানহাট বাজারের ব্যবসায়ীরা জানায়, জয়নগর ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতে হলে নৌকা ছাড়া যাওয়া অসম্ভব । মকবুল খাঁন বাজার নদীর পাড়ের পরিবাররা জানায়, প্রায় পরিবারের লোকজনদের পেশা নদীতে মাছ ধরা জীবিকার টানে বের হলেও পানি বন্ধি পরিবার সব সময় আতংকে থাকে। পরিবারের কর্তা বাড়ি না থাকলে মহিলারা বিপদের সময় কি করতে পারে। স্থাণীয় ইউপি সদস্য মোঃ টিপু বেপারীর সাথে কথা হলে তিনি জানায়, জয়নগর ইউনিয়ন অবহেলিত চারপাশে পানি থাকে। এমন কি জোয়ার আসলেই ছোট বড় রাস্তা ঘাট পানি উঠে তলিয়ে যায়। সাধারন মানুষদের চলাচলে বিঘœ ঘটে এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতি করে যাচ্ছে চরবাসীদের। এই চরাঞ্চলে পানি প্রবেশ করার পর অনেক পরিবাররের লোকজনদের অসুখ হয়ে পড়ে একমাএ বিশুদ্ধ পানি পান করার অভাবে। জয়নগর ইউনিয়নের চরাঞ্চলে পানি প্রবেশ ঠেকাতে হলে বেঁড়ি বাধ ছাড়া কোন উপায় নেই বলে জানায়।
মন্তব্য করুন