বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা ১৫ নং জয়নগর ইউনিয়নের পিতা মৃত্যু মোঃ নাদের আলী মল্লিকের ছেলে মোঃ শাহজাহান মল্লিক ও তার স্ত্রী সাহানুর বেগম গত ২১/১০/২৪ সালে বরিশাল জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন। জেলা প্রশাসক অভিযোগ সুষ্ট তদন্ত করার নির্দেশ করেন লতা ইউনিয়ন ভ’মি অফিস কর্মতার নিকট। এ বিষয় লতা ভ’মি সহকারী কর্মকর্তা শ্রী নারায়নের কিটক মুঠো ফোনো কল করলে তিরি জানায় আমি উপজেলায় মিটিং-এ আছি। বিবাদী একই এলাকার পিতাঃ জলিল হাওলাদারের ছেলে মোঃ হেলাল হাওলাদার। অভিযোগ সূএে জানাগেছে, শাহজাহান মল্লিকের দখলীয় জমির উপর গাছ ,পুকুর সহ ১ একর জমি প্রায় ২৪ বছরে যাবৎ দখলে থাকিয়া ভোগ দখল করে আসলেও কিছু দিন পূর্বে স্থাণীয় শালিস কৌসলে অনএে সরিয়ে দেয়। বরিশাল জেলা প্রশাসকের নিকট অভিযোগের সূএে জানাগেছে, বিবাদীর নেওয়া ১৬৯/এম ২০১২-২০১৮ নং বন্দোবস্ত অন্যএে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন।বিবাদীর ছনখোলা মৌজার বি এস খতিয়ান নং ৭৪ এর ১৫৮/২৩২ নং দাগের জমিতে দিয়ারা ১৫৮/২৩১ সৃষ্টি করিয়া গোপন যোগ সাজসের মাধ্যমে বিবাদী আমাদের গাছ পালা লাগানো জমির মধ্যে বন্দোবস্তো গ্রহন করে। বন্দোবস্ত কাগজ পর্যালেচনা করলে বের হয়ে আসবে আসল রহস্য। বিবাদীর ১৫৮/২৩১ নং দাগের বন্দোবস্ত কেস সরিয়ে অভিযোগকারীর ভোগ দখলীয় জমি পাইতে পারে। মেহেন্দিগঞ্জ উপজেলা, ছনখলা-মৌজা বন্দোবস্ত কেস নং ১৬৯এম ২০১৭-২০১৮ খতিয়ান ১১৫ দাগ ১৫৮/২৩১ জমি ১ একর।
মন্তব্য করুন