নীলফামারীতে তারুণ্যের ভাবনায়,নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে।
২১শে জানুয়ারি ২০২৫ সকালে নীলফামারী জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের ভাবনায়,নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: দিলগীর আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাশেম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাসান আলী।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন