ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জানুয়ারি ২০২৫ বিকাল ৪ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, পলাশ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক-বাবু প্রভাত সাহা, সিনিয়র সহ সভাপতি বাবু সুজন ঘোষ (প্রভাষক), সাংগঠনিক সম্পাদক-বাবু উজ্জ্বল সাহা, অর্থ সম্পাদক স্বপন সাহা ও সিনিয়র সদস্য বাবু ফাগুরাম সিংহ। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দুই মাসের মধ্যে মন্দিরটিকে মডেল মন্দির হিসেবে দৃশ্যমান করার ঘোষণা দেন। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন আমার বাবা আরো কিছু সংখ্যক মানুষজন সঙ্গে নিয়ে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু আমাকে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে সেহেতু মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির এবং আধুনিকায়ন করার জন্য নিজ অর্থায়নে প্রাচীর ও মন্দিরের টাইলস করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত সকলে নতুন কমিটিকে স্বাগত জানান এবং সকলে মিলে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন