নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা হয়েছে।
মেডিকেল ভর্তি পদ্ধতিতে কোটা বহাল রাখার প্রতিবাদে এবং অনতিবিলম্বে সকল ধরনের ভর্তি পরিক্ষায় কোটা প্রথা বাতিলের দাবিতে নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫ সোমবার বিকাল ৪ টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চৌরঙ্গী মোড়ে প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ মিছিল শেষ হয় ও আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাইয়েদ গোলাম আজম ও সাঈদ ইসলামসহ নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১ থেকে ৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও বিপুলসংখ্যক যোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল,তার শুরুই হয়েছিল মূলত বৈষম্যমূলক কোটাব্যবস্থার সংস্কারের দাবি থেকে। এই কোটাব্যবস্থার বহাল থাকা আসলে চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গেই সাংঘর্ষিক। কেবল অনগ্রসর শ্রেণির ‘উপযুক্ত প্রতিনিধিত্ব’ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কোটা রেখে অন্যান্য সকল অযৌক্তিক কোটা বিলোপের পক্ষে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশেরও আহ্বান জানায়।
মন্তব্য করুন