নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমীর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান এবং অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৪ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সংলগ্ন নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমীর আয়োজনে ও সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান এবং অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমীর সভাপতি মো: দিপু সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার মো: জছিজুল আলম মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারীর জেলার সভাপতি মো: আব্দুল মোমিন, বড়াইবাড়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলসাগর রেসিডেন্সিয়াল একাডেমীর পরিচালক খলিলুর রহমান খলিল।
এছাড়াও এসময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সামছুল রহমান (শুভ), সহকারী প্রধান শিক্ষক মো:আয়নাল ইসলাম বাবু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন