“কোটা প্রথার বিলোপ চাই”
বাংলাদেশের ২৪’এর অভ্যুত্থানের মূল কেন্দ্রবিন্দু ছিল কোটা প্রথা। কোটা প্রথা বাতিলের জন্যই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। সেই আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে।
কোটা প্রথা বাতিলের জন্যই প্রাণ দিয়েছিল আমাদের রংপুরের আবু সাঈদ ভাই,মীর মুগ্ধ ভাই সহ ৮১৯ জন।তাদের রক্তের সাথে বেইমানি করে ফের আমাদের মাঝে ফিরে এসেছে কোটা প্রথা।
আগামীকাল প্রকাশিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলের লক্ষ্য করা যায় যে যারা ৭৩+ মার্কস পেয়েছে তাদের চান্স হয়নি,তার বিপরীতে কোটার ভিত্তিতে ৫৬ মার্কস পেয়ে তারা চান্স পায়। এখন জাতির কাছে প্রশ্ন যে ৭৩+ মার্কস পেয়েছে তার মেধা এবং তার পরিশ্রম কি ৫৬ মার্ক পাওয়া শিক্ষার্থীর পরিশ্রম কিংবা মেধা সমান হবে? তারা ভবিষ্যতে ডাক্তার হয়ে জাতিকে কি দেবে এমন প্রশ্ন সাধারণ মানুষের মাঝে?
যেখানে আমাদের দুইজন উপদেষ্টা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে, তারা থাকা অবস্থায় এরকম কোটা কেমনে সচল থাকে এ ব্যাপারে সাধারণ মানুষ জানতে চায়।
কোটা প্রথা কে এদেশের মানুষ আর মেনে নেবে না। এর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা দরকার। অবিলম্বে সকল প্রকার ভর্তি পরীক্ষায় কোটা প্রথা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছি। শুধুমাত্র মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে সকল প্রকার ভর্তি পরীক্ষার্থীদের ফলাফল।
মন্তব্য করুন