দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। কিন্তু না এটি বালাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৫ বছর পর বালাপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।, এর আগে দ্বি -বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়।এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ভোট গণনা শেষে ৫ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি পদে বিজয়ী শাহাজান মিয়া ২৭২ টি চেয়ার মার্কায় ভোটপেয়েছেন ও নিকতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম ছাতা মার্কায় ভোট পেয়েছেন ১৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী শাহাজান আলী ১৩৬টি মই মার্কায় ভোট পেয়েছেন ও নিকটতম আহম্মদ আলী আম মার্কায় ভোট পেয়েছেন ১০৭ টি। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী সোহেল রানা টিউবওয়েল মার্কায় পেয়েছেন ১৮৩ ভোট, নিকটতম এরশাদ হোসেন মাছ মার্কায় পেয়েছেন ১০৬ভোট।
ভোটার মনজুরুল আহসান বলেন, আগে নেতারাই নেতা নির্বাচন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করলাম । এজন্য আমরা সবাই খুশি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু এ সময় তিনি বলেন, অন্য নির্বাচনের মতো এখানেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন স্বজনপ্রীতি করে কোনো কমিটি হবে না। তৃণমূলের নেতা-কর্মী যাদের ভোট দেবেন তারাই নেতা হবেন। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল এটাই তার বড় প্রমাণ। এভাবেই গণতন্ত্র চর্চা করতে হবে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ
দ্বি _বার্ষিক সন্মেলনের সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় সন্মেলনের উদ্ভোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ পারভেজ লিটন, এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র,যুগ্ন আহবায়ক জামিনুর, রহমান,আলমগীর চৌধুরী লিটন,প্রমুখসহ উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।।
মন্তব্য করুন