তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে তিনদিন ব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
১৭ই জানুয়ারি ২০২৫ শুক্রবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।
১৫০জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে শুরু হওয়া এই বিশেষ অভিযানে নীলফামারী পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে।এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীছাড়াও বিভিন্ন জন অংশ নেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যের অংশ হিসেবে এই কর্মসুচি পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন