তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কর্মশালা, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ও ভলিবল টুর্নামেন্ট হয়।
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ই জানুয়ারি ২০২৫ বিকাল ৩ টার সময় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার শঠিবাড়ী ফুটবল খেলার মাঠে ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কর্মশালা, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ও ভলিবল টুর্নামেন্ট হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান প্রামানিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, আদিতমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আদনান মাহি, আদিতমারী উপজেলার ছাত্র সমন্বয়ক মোঃ রাকিবুল হাসান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন, ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এমদাদুল হক, স্বপ্নের আলো যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল লতিফ মৃধা। উক্ত অনুষ্ঠানের ভলিবল টুর্নামেন্ট সমন্বয় করে মোঃ শিপলু প্রামানিক, রবিউল ইসলাম, মোঃ জিম আহম্মেদ, জুয়েল রানা প্রমূখ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেরুল ইসলাম চৌধুরী।
মন্তব্য করুন