কারামুক্ত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান দীর্ঘ এক যুগ কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কারামুক্ত হয়েছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় তিনি কারামুক্ত হন। এর আগে মোহাম্মদ হোসেনের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
মন্তব্য করুন