নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
১৫ই জানুয়ারি ২০২৫ সকাল ১১ টার সময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার, কিশোরগঞ্জ সরকারি কলেজে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। এতে করে বেশি বেকায়দায় পড়েছেন অসহায় দরিদ্ররা। একারণে এতিম, অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। প্রচণ্ড শীতে কিশোরগঞ্জের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। “জুলাইয়ের গণবিপ্লব যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায়, তবে শহীদ ও আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই, সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হোক।
মন্তব্য করুন