জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
১৪ই জানুয়ারি ২০২৫ বিকাল ৪ টা হতে ৬ টা পর্যন্ত নীলফামারী জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম করা হয়। এর পরে নীলফামারী চৌরঙ্গী মোড়, উকিলের মোড়, বড় বাজার, মাদার মোড়, বাটার মোড়, গাছবাড়ী, কালিতলা সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আবু সাঈদ লিওন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো: সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব মো: আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম আহ্বায়ক রতন সরকার, মো: রইসুল ইসলাম অম্লান, বোরহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব মো: সাঈদ ইসলাম, সংগঠন আতিক সাদিক, আহত সাকিল ইসলাম, সদস্য মো: শরীফ ইসলাম সহ নীলফামারী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন বলেন, “জুলাইয়ের গণবিপ্লব যদি ঘোষিত না হয় বা আইনগত ও সাংবিধানিক ভিত্তি না পায়, তবে শহীদ ও আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই, সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। আওয়ামী লীগ দির্ঘ সময় ফ্যাসিস্ট শক্তি কায়েম করছে। অনেক মানুষকে হত্যা করেছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একদল খেয়েছে আর একদল খাবে এমন দখলদারিত্ব করতে দেওয়া যাবে না।
মন্তব্য করুন