নীলফামারীতে রিইব পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড.আনিসুর রহমানের মৃত্যুতে নীলফামারীতে শোক ও স্মরণ সভা হয়।
গত ৮ই জানুয়ারি ২০২৫ রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের বড়হরিমন্দিরে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) পরিচালনা পর্ষদ এর সদস্য অধ্যাপক ড. আনিসুর রহমানের মৃত্যুতে শোক ও স্মরণ সভা হয়।
এলাকাবাসী জানান, বহুগুনে গুণান্বিত অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যু সংবাদ শুনে কেঁদেছেন লক্ষীচাপ এলাকার মানুষ। সেখানে স্বনির্ভর গ্রাম গঠনে কাজ করেছিলেন। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।
জানা যায়,রিইব এর বোর্ড সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ মো:আনিসুর রহমান ৫ই জানুয়ারি ২০২৫ রবিবার দুপুর ১টা ১০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন