কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁওয়ের দারুত তাহ্ফিজ ইন্টারন্যাশনাল হিফজ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মো. আজমির (১৩) ছয় দিন ধরে নিখোঁজ। গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আজমির উপজেলার ব্রাহ্মণচর দক্ষিণ পাড়া গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে। সে মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত বলে জানা গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন আছরের নামাজের পর শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সময় নির্ধারিত থাকে। তবে সেদিন অন্যান্য শিক্ষার্থীরা খেলতে গেলেও আজমির যায়নি। তার এক সহপাঠী জানান, আজমির সেদিন বাজারে সিঙ্গারা কিনতে গিয়েছিল। বাজারে তার সহপাঠী হাফেজ সিয়ামের সঙ্গে দেখা হয়। পরে সিয়াম তাকে মাদ্রাসায় ফেরার কথা বললে আজমির তার সঙ্গে গেট পর্যন্ত আসে। সেখানে এসে আজমির বলে, ভাইয়া আপনি মাদ্রাসায় যান, আমি খেলতে যাব। এরপর থেকে আজমির কোথায় গেল, তা আর কেউ জানে না।
আজমিরের বাবা আবু বকর সিদ্দিক বলেন, এর আগেও ঢাকার একটি মাদ্রাসায় পড়ার সময় আজমির একবার নিখোঁজ হয়েছিল। চার দিন পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে এবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও বলেন, “আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে কোনো দোষ দিচ্ছি না। আমার ছেলে এমনই। তবে এবার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সাহায্য চাই। আজ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করব। নিখোঁজ হওয়ার সময় আমার ছেলের পরনে ছিল পেঁয়াজি (গোলাপি-লাল) রঙের পাঞ্জাবি এবং গায়ের রঙ শ্যামলা।
আজমিরের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী গভীর উদ্বেগে রয়েছেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও তাকে খুঁজতে তৎপর। তার পরিবার প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।
যদি কেউ আজমিরের সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
০১৮৯১৯৮২৪৯০
০১৮৯৭৫৬০৮৪৬
মন্তব্য করুন